টাঙ্গাইলের বাসাইলে আগুনে ২টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে এক অটোরিকশাচালক আগুন দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়।
বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।