ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে মোংলা সমুদ্র বন্দর।
বুধবার (২৩ অক্টোবর) ঝড় মোবিবেলায় বন্দরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বন্দরে অবস্থানরত সকল জাহাজকে নিরাপদে থাকতে বলা হয়েছে। তিন নম্বর সতর্ক সংকেতেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপ-সচিব মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় দানা মোবিবেলায় মোংলা বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সংকেত জানানো হয়েছে, বন্দরের নিজস্ব ১ নম্বর অ্যালার্ট জারি রাখা হয়েছে। ঝড়ের সময় বন্দরের খবরাখবর জানা এবং সে অনুযায়ী ঝড় মোকাবেলার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বন্দরে বর্তমানে ৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এখন পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’