চুয়াডাঙ্গায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো মুসল্লি যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সার্কিট হাউজ সংলগ্ন মাঠে আলেম ও দায়ীদের বয়ানের মাধ্যমে ফজরের নামাজের পর ইজতেমার মূল পর্ব শুরু হয়।
আয়োজকরা জানান, ইজতেমায় তাবলিগের মূল শিক্ষা, দাওয়াত ও তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিদের জন্য নামাজ, ইবাদত ও কোরআন তেলাওয়াতের পাশাপাশি বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী শনিবার ইজতেমার সমাপনী দিনে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হবে।