সারা বাংলা

২২ ঘণ্টা পর বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাব কমে আসায় টানা ২২ ঘণ্টা পর বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত কমে ১ নম্বরে নেমে আসায় শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে আভ্যন্তরীণ এসব রুটে লঞ্চ চলাচল শুরু হয়। এতে দুর্ভোগ কমেছে যাত্রীদের। 

শুক্রবার বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন। 

এদিকে আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিটারি বৃষ্টি হয়েছে। নদীবন্দরে ২ নম্বর থেকে ১ নম্বর সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে এখনো ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ। তবে এখন বরিশালের আকাশে মেঘ কমে গেছে। তবে কীর্ত্তনখোলা ও সন্ধ্যা নদীসহ সকল নদ নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে।