ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর এলাকার আখ খেত থেকে নিখোঁজ অটোচালক মোশারফ হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার শোভারামপুর নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হন মোশারফ। এরপর থেকেই ওই অটোচালক নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে জানায়। পরে কোতোয়ালী থানা পুলিশ সিসিটিভি ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় ২ আসামিকে আটক করে। পরে তারা জানায়, নিখোঁজ ওই অটোচালকের অটো ছিনতাই করে তাকে মেরে কানাইপুরের একটি আখ খেতে ফেলে রাখা হয়েছে। এরপর গভীর রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।