সারা বাংলা

ভবঘুরে শিশুদের পাশে মানিকগঞ্জ প্রশাসন

মানিকগঞ্জে ভবঘুরে শিশুদের তালিকা তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে তাদের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। গত ৭ অক্টোবর বিশ্ব শিশু দিবসে জনপ্রিয় অনলাইন পোর্টাল রাইজিংবিডিতে ‘মানিকগঞ্জে নেশায় আসক্ত ভবঘুরে শিশুরা, নজর নেই প্রশাসনের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর প্রশাসন ভবঘুরে শিশুদের তালিকা প্রণয়নসহ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে। 

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা সমাজসেবা কার্যালয় জানায়, গত সোমবার (২১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা হয়। ওই সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন), মানিকগঞ্জের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস ভবঘুরে শিশুদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি আলোচনায় আনেন। পরে ভবঘুরে শিশুদের নিয়ে বিশদ আলোচনা শেষে তাদের তালিকা প্রণয়ন করে আইনানুগ প্রক্রিয়া শেষে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেছেন, ভবঘুরে শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রশাসনের আগ্রহ থাকলেও বিষয়টি নজরে ছিল না। রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর ভবঘুরে শিশুদের বিষয়টি অনেকের নজরে আসে। জেলা প্রশাসনের মানবাধিকার সুরক্ষা কমিটির সভায় ভবঘুরে শিশুদের সুরক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন বলেছেন, মানবাধিকার সুরক্ষা কমিটির সভা শেষে ভবঘুরে শিশুদের পুনর্বাসনে আইনি বিষয় নিয়ে কাজ চলছে। শিশুদের অনেকেই নেশায় আসক্ত হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে ভবঘুরে শিশুদের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।