গোপালগঞ্জে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ ১৩ মামলার পলাতক আসামি তাহিন শেখকে (২৬) গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে।
ওসি খোরশেদ আলম বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। এ সব অভিযোগে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩টি মামলা হয়। এরমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শনিবার আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।