স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সংখ্যালঘুদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে। তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করুন। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকেও পুলিশে দিন। চাঁদাবাজরা কখনো কোন দলের হতে পারে না।’
রোববার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘আমরা বিনা ভোটের সরকারকে তাড়িয়েছি। আমরা দ্রুত নির্বাচন চাই।’
তিনি আরো বলেন, ‘নিজ নিজ এলাকার সাধারণ মানুষ ও সংখ্যালঘু পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে। কোনো সংখ্যালঘুর প্রতি যেন অবিচার না হয় সেদিকে সুদৃষ্টি রাখতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে এই সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও জবেদ আলী প্রমুখ।