সারা বাংলা

কক্সবাজারে রাতেও চলছে যাত্রীবাহী বিমান

কক্সবাজার বিমানবন্দরে এখন থেকে রাত ১০টা পর্যন্ত উড্ডয়ন ও অবতরণ করবে যাত্রীবাহী ফ্লাইট। এতদিন যাত্রীবাহী ফ্লাইট ওঠা-নামা করতে পারতো সন্ধ্যা ৭টা পর্যন্ত। রোববার (২৭ অক্টোবর) থেকে কক্সবাজার বিমানবন্দর থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়েছে। 

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে সকালে ভ্রমণে গিয়ে একই দিন রাতে ঢাকায় ফিরতে পারবেন পর্যটকরা। অন্যদিকে, জেলার বিদেশগামীরাও রাতের ফ্লাইটে চলে যেতে পারবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে তাদের খরচও কমবে।

রাতের ফ্লাইট চালু হওয়ায় অনেক পর্যটক ও স্থানীয়া আনন্দিত। 

ঢাকা থেকে আসা পর্যটকরা জানান, রাত ১০টা পর্যন্ত বিমান চলাচল করলে এমনও হতে পারে সকালে কক্সবাজার এসে রাতে ঢাকায় ফিরলাম। সেটা হোক ভ্রমণ কিংবা অফিসের কাজ। এতে হোটেলে থাকা-খাওয়ার খরচও ‘সেভ’ হচ্ছে।।

রাতে ফ্লাইট চালুকে ইতিবাচক হিসেবে দেখছেন বেসরকারি বিমান সংস্থাগুলোর কর্মকর্তারাও। আর পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইটের টিকিটের মূল্য যেন নিয়ন্ত্রণ করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে চারটি সংস্থার ১৭ থেকে ১৮টি যাত্রীবাহী উড়োজাহাজ এ বিমান বন্দরটিতে অবতরণ করে।