সারা বাংলা

পিস উইন্ডস জাপানের সহায়তা পেলো বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫০ পরিবার 

ফেনীতে সাম্প্রতিককালের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫০ পরিবার পেলো বিদেশি সংস্থা পিস উইন্ডস জাপান-এর ত্রাণ সহায়তা। 

সোমবার (২৮ অক্টোবর) সকালে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সুজাতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস উইন্ডস জাপানের হেড অব মিশন কোজি আরিসাওয়া। বিশেষ অতিথি ছিলেন পিস উইন্ডস জাপানের কর্মকর্তা শিহো শিবাহারা, দরবেশেরহাট পাবলিক কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। 

পিস উইন্ডস জাপানের অর্থায়নে ফুড অ্যান্ড ননফুড আইটেম ডিস্ট্রিবিউশন ফর ফ্লাশ ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া ইন বাংলাদেশ প্রকল্পটি আনন্দ সংস্থার বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ সংস্থার প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী হাসান, মনিটরিং ম্যানেজার মোহাম্মদ আবদুর রাশিদ, কর্মকর্তা নুর আলম।

নির্বাচিত উপকারভোগীদের মাঝে জনপ্রতি খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- মিনিকেট চাল ২৫ কেজি, মসুর ডাল ৩ কেজি, আয়োডিনযুক্ত লবণ ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার, ২০০ গ্রাম করে হলুদ ও মরিচ গুঁড়া, চিনি ১ কেজি, বিস্কুট ১ কেজি। ননফুড আইটেম- ওআরএস একবাক্স (প্রতি বক্সে ২৫টি), পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২০ পিস, মশারি একটি, গোসল করার সাবান ২টি, লন্ড্রি সাবান ২টি, টুথপেস্ট ১ পিস, টুথব্রাশ ৪টি, ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রামের এক প্যাকেট। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধি আব্দুল মোতালেবের সঞ্চালনায় এ সময় ছাত্রনেতা মঈনুল ইসলাম জুবায়ের, সানা উল্লাহ রাশেদ, রবিউল আউয়াল সজীব, সমাজসেবক মো. ইকবাল হোসেনসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।