সারা বাংলা

অভিযান আতঙ্কে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

ইলিশ মাছ সংরক্ষণে নদী ও সাগরে মাছ ধরার ওপর চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এর মধ্যেও অনেক জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে মাছ ধরছেন। সোমবার (২৮ অক্টোবর) বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আতঙ্কে ট্রলার নিয়ে পালানোর সময় নদীতে পড়ে নয়ন বেপারীর (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলে নয়ন ও তার ছেলে ফরিদ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরছিলেন। এসময় স্পিডবোট আশার শব্দ পান তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে এমনটি ভেবে তারা দ্রুত ট্রলার চালিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় নদীতে পড়ে যান নয়ন। ট্রলারের প্রপেলারের (পাখা) আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে নদীতে নেমে নয়নকে অচেতন অবস্থায় উদ্ধার করেন ছেলে ফরিদ। হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।