সারা বাংলা

আশাশুনি সদর ইউনিয়নের আ.লীগের চেয়ারম্যান গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে আশাশুনির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চেয়ারম্যান হোসেনুজ্জামান আশাশুনি সদরের আব্দুল গনি সরদারের ছেলে।

এস এম হোসেনুজ্জামান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আশাশুনি সদর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আশাশুনি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।