নেত্রকোণার কেন্দুয়ায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করেছে।
সোমবার (২৮ অক্টোবর) রাতে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বড় কাইল্যাইন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালক মো. রাব্বানী (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কাইল্যাইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত ১০টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ সড়কের পাশে পড়ে থাকা লাশ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে, যা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। নিহতের স্বজনেরা পরে তার পরিচয় নিশ্চিত করেন।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।