নাটোরের নলডাঙ্গায় নগদ ৩০ লাখ ও ২০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৯ অক্টোবর) নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, অভাব অনাটনের সংসারে সচ্ছলতা ফেরাতে প্রায় সাত বছর আগে মালয়েশিয়া যান ভুক্তভোগী যুবক। এরপর স্ত্রীর নামে নগদ ৩০ লাখ টাকা ও ২০ লাখ টাকার স্বর্ণালংকার পাঠান তিনি। গত ২৭ অক্টোবর পরকীয়া প্রেমিকের সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান প্রবাসীর স্ত্রী।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে সন্ধানের চেষ্টা চলছে।