সারা বাংলা

মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা করতে না দেওয়ায় মামলা

সিলেটের বিশ্বনাথে বাবার মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে প্রচার করতে না দেওয়ায় মামলা করেছেন ভুক্তভোগী এক পরিবার। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত চান মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের নুরুল হকসহ ১৩ জনকে অভিযুক্ত করা হয়। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৭টায় মারা যান খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মো. চান মিয়া। তার মৃত্যুর পর গ্রামের মসজিদে মৃত্যুর সংবাদ ও জানাজার নামাজের সময় এলাকাবাসীকে জানাতে চাইলে গ্রামের নুরুল হকসহ কয়েকজন মাইক ব্যবহার করতে দেননি। এমনকি মসজিদের ইমামকেও জানাজার নামাজে আসতে দেয়নি তারা। 

বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় নুরুল হকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তেঘরি গ্রামের মইনুল হককে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।