বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, ‘শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের আত্মত্যাগে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা ধরে রাখতে হলে এই (অন্তবর্তীকালীন) সরকারকে সহযোগিতা করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।’
শুক্রবার (১ নভেম্বর) ঝিনাইদহ-২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। জেলা শহরের শিশু একাডেমি কমপ্লেক্স মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় এ স্মরণ সভা শুরু হয়।
জয়নাল আবেদিন ফারুক বলেন, ‘বিএনপি দিনের ভোট রাতে চায় না। বিএনপি বিনাপ্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায় না। বিএনপি ও তারেক রহমান চায়, আমার ভোট আমি দেব।’
তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করতে শেখ হাসিনা আয়নাঘর বানিয়েছিলেন। যে ব্যক্তি বলত, শেখ হাসিনা পালায় না, আজ গণআন্দোলনের তোপের মুখে তিনি (শেখ হাসিনা) দেশ ছেড়ে পালিয়েছেন।’
মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ লুটপাটের রাজত্ব কায়েম করেছিল দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা জনগণের ভোট বিশ্বাস করে না। তারা দেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে। ব্যাংক লুট করেছে। শেখ পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করে কানাডায় বেগমপাড়া বানিয়েছে। দেশের অর্থনীতিকে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার প্রেতাত্মারা ধ্বংস করে দিয়েছে।’
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এমন আশাবাদ ব্যক্ত করে জয়নাল আবেদিন ফারুক বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেবে। সেই নির্বাচনে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, ইনশাআল্লাহ।’
ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মসিউর রহমানের সহধর্মীনী মাহবুবা রহমান শিখা, ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. ইব্রাহীম রহমান বাবু।