প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের আনন্দে নেত্রকোণার দুর্গাপুরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজ করিয়েছেন আইনুল হক নামে এক ব্যক্তি।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে খাবারের আয়োজন করেন তিনি।
আয়োজক আইনুল হক কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের বাসিন্দা। তিনি বিএনপি সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন।
আইনুল হক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মানত করেছিলাম, শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সব বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবো। তাই প্রায় দুই লাখ টাকা খরচ করে গরুর মাংসের বিরিয়ানি করে ভূরিভোজের এই আয়োজন করেছি।’
তিনি আরো বলেন, ‘মানত পূরন করতে পেরে আমি খুবই খুশি। জুমার নামাজের পরপরই খাওয়া-দাওয়ার পর্ব শুরু হয়।’
দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমান হাসান আবু চাঁন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনুল মানত করেছিলেন শেখ হাসিনা সরকারের পতন হলে এলাকার সব নেতাকর্মীদের গরু জবাই করে খাওয়াবেন। আজ এখানে উৎসবে পরিণত হয়েছে। আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়েছে।’
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভুইয়া বলেন, ‘আইনুল বিএনপির সমর্থক। গত ৫ আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, তাতে তিনি আনন্দিত হয়েছিলেন। নিজ ইচ্ছায় ও উদ্যোগে আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আপ্যায়ন করেছে তিনি। আমরাও তাতে খুশি। এটা আসলে দুঃশাসন থেকে মুক্তির বহিঃপ্রকাশ।’