জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, রাজনীতি কখনো স্বার্থ সিদ্ধির হাতিয়ার হতে পারে না। শনিবার (২ নভেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাকের পার্টির মহাসচিব বলেন, আমাদের দেশের রাজনীতি এবং নির্বাচনী সংস্কৃতি এমন পর্যায়ে চলে গেছে, সাধারণ জনগণ ভেবেই নিয়েছে; রাজনীতি হলো এমন মানুষের জন্য যারা মুখে এক বলে আর অন্তরে আরেকটা থাকে।
তিনি বলেন, রাজনীতি নিয়ে মানুষের যে ধারণা জন্মেছে, তার অবসান ঘটাতে হবে। এই জায়গায় সংস্কার করতে হবে। রাজনীতি কখনোই স্বার্থ সিদ্ধির হাতিয়ার হতে পারে না; টাকা কামানোর হাতিয়ার হতে পারে না।
শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি বাদল কাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।