সারা বাংলা

‘৭৫-এর মতো এবারও আ.লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়েছেন’

আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতকে তাদের মাতৃভূমি মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী। তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ তাদের দেশ মনে করে না, তাদের মাতৃভূমি হচ্ছে ভারত। পঁচাত্তরে তারা দেশ ছেড়ে ভারতে পালিয়েছিলেন, এবারও পালিয়েছেন। আর বিএনপি নেতাকর্মীরা ঝড়-বৃষ্টি, হামলা-মামলা উপেক্ষা করে এদেশেই রয়েছেন।’

শনিবার (২ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে লালপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

আতাউর রহমান ঢালী বলেন, ‘আমি বিএনপির কর্মী ছিলাম বলে আমাকে হত্যা মামলা দেওয়া হয়েছিল। গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাড়িতে আসতে দেয়নি। আমি আমার বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারিনি। কারাগারে আমাকে নির্মম অত্যাচার করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এখন তাকিয়ে আছে নির্বাচনের দিকে। দেশকে যদি সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নির্বাচিত সরকারের প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের এখন প্রধান কাজ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করা।’ 

আতাউর রহমান ঢালী বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে তাদের দলে স্থান নেই। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম সরকার, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর প্রমুখ।