বরিশালের গৌরনদী উপজেলার একটি ডোবা থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে ডোবাটির কাছের একটি পাকা সড়ক। বালু উত্তোলনকারী প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারেন না। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
শনিবার (২ নভেম্বর) এলাকাবাসী অভিযোগ করে জানান, গৌড়নদী সদর উপজেলার মাহিলাড়া-সরিকল সড়কের বছার গ্রামের পাকা সড়কের পাশের একটি ডোবা থেকে কয়েকদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন আকন। দিবালোকে বালু উত্তোলন করা হলেও উপজেলা প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে পাকা সড়কটি।
অভিযুক্ত মনির হোসেন আকন বলেন, ‘ডোবার মালিকের কাছ থেকে বালু কিনে তা উত্তোলণ করা হচ্ছে। ডোবাটি পাকা সড়ক থেকে অনেক দূরে।’
ভূগর্ভস্থ বালু উত্তোলনের কোনো অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি উত্তর দিতে রাজি হননি।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, ‘বালু উত্তলনের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’