সারা বাংলা

তরুণ প্রজন্মকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই: নূর

২০২৪- এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, ‘সুযোগকে কাজে লাগিয়ে আমরা তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন আনতে হবে তরুণদেরকে।’ 

শনিবার (২ নভেম্বর) নোয়াখালী জেলা শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।  

নুরুল হক নূর বলেন, ‘১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেলেও আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি পায়নি। নব্বইয়ে সামরিক শাসকের পতনের পর আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবাইকে নিয়ে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি-হানাহানি থাকবে না। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি।’

নুরুল হক নূর বলেন, ‘সারা বাংলাদেশে আজ আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের আওয়াজ উঠেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে নতুন রাজনীতি তৈরি করতে হবে। রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার স্থায়ী হবে না। রাজনীতি সংস্কারে আমরা বলেছি, সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা, সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছরে নিয়ে আসা ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করা।’  

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।