সারা বাংলা

বগুড়ায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় সৌরভ (১৮) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে মৃত অবস্থায় তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যান দুই যুবক। তাৎক্ষণিক ওই দুই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহত সৌরভ ঠেঙ্গামারা এলাকার আব্দুল মোমিনের ছেলে ও টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সৌরভ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন জানিয়ে দুই যুবক তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যান। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে, আবার সড়ক দুর্ঘটনাও হতে পারে।

নিহতের স্বজনেরা জানান, শনিবার রাতে সৌরভ তার চাচাতো ভাইয়ের সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় আরও কয়েকজন বন্ধু আসলে সৌরভ তাদের সঙ্গে চলে যায়। প্রায় আধাঘণ্টা পর সৌরভ যাদের সঙ্গে গিয়েছে তাদের মধ্যে একজন ফোন দিয়ে সড়ক দুর্ঘটনার বিষয়টি জানায়। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে গিয়ে সৌরভের লাশ দেখতে পান।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দীন বলেন, নিহতের মাথায় এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এমন আঘাত সড়ক দুর্ঘটনায় হতে পারে আবার মোটা লাঠির আঘাতেও হতে পারে। এছাড়া যারা তাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন, সেটাও সন্দেহজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।