সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২টি টিউবওয়েলের ভিতর চেতনানাশক মিশিয়ে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থরা হলেন, অসীম পাল (৩৫) আশীক পাল (৩০) সুপাংক পাল (৩৫) রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)। অসুস্থদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়ায় ৫ ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
অসুস্থ পরিবারের অনিতা রানী পাল বলেন, শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ সজাগ হতে পারিনি। সকালে পাশের বাড়ির লোকজন ঘরের দরজায় ধাক্কিয়ে আমার ঘুম ভাঙেন। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
স্হানীয় সনজয় কুমার পাল ও অশিম কুমার পাল জানান, তাদের টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক মিশিয়ে দেয় কে বা কারা। এরপর তারা রাতে সবাই ঘুমিয়ে পড়লে চোরের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ওই পরিবারের দাবি, ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও সোনার গহনাসহ প্রায় ১০ লক্ষ টাকা চোর নিয়ে গেছে।