নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামতের কাজ করে আসছিলেন। রোববার সকালে মনসুর ও তার ছেলেসহ তিন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রিজে কাজ করছিলেন।
সকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখেন তারা। পরে তিনজনই ব্রিজ পার হওয়ার জন্য দৌড়াতে থাকেন। একপর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।