মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
রোববার (৩ নভেম্বর) দুপুরে মামলা শেষে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত আড়াইটা থেকে শনিবার (২ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ সিকদার (৫৯), তার ছেলে সাইফুল ইসলাম শাওন (৩৪), আনারপুরা গ্রামের লুৎফর রহমান বাদল সিকদার (৪২), একই গ্রামের শাখাওয়াত হোসেন (৩০), রেজওয়ান করিম (৩০) ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফুয়াদ হাছান (২৯)।
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামসহ বিভিন্নস্থানে অভিযান চালায় পুলিশ ও সেনা সদস্যরা। এ সময় ভবেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ ও তার ছেলে শাওনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শফিউল্লাহ শিকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং অপর পাঁচজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।