কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাগপুরা এলাকার সাব্বির আহমদের ছেলে মো. রফিক মিয়া (৪২) ও আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবি অভিযান চালায়। নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কূলের (তীর) দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
একই দিন ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উনচিপ্রাং পয়েন্টে অভিযান চালিয়ে গেঞ্জি মোড়ানো একটি পোটলা থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানায় তারা।
লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুত রাখা হয়েছে।