সারা বাংলা

চসিক মেয়র মঙ্গলবার দায়িত্ব নেবেন  

শপথ গ্রহণের পর আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। আগামীকাল দুপুরে তিনি ট্রেন যোগে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরবেন। এর পর মেয়র হিসেবে দিনব্যাপি নানা কর্মসূচিতে অংশ নেবেন।

মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী সোমবার (৪ নভেম্বর) দুপুরে রাইজিংবিডিকে জানান, মঙ্গলবার দুপুর ১২টায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে মেয়র চট্টগ্রামে ফিরবেন। এরপর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দেবেন। এরপর তিনি হজরত শাহ আমানত (রহ.) ও বদর আউলিয়া (রহ.) মাজার জিয়ারত করবেন। বিকালে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এরপর মেয়রের দায়িত্ব নিয়ে চেয়ারে বসবেন ডা. শাহাদাত হোসেন।

আগামীকাল চট্টগ্রামের নতুন মেয়রকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নগর বিএনপির তৎকালীন আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। ওই সময় ভোট ডাকাতি, জালিয়াতি ও কারসাজির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন ডা. শাহাদাত। এ ব্যাপারে তিনি চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। এ মামলায় রায়ে গত ১ অক্টোবর আদালত ডা. শাহাদাততে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। ৮ অক্টোবর মেয়র ঘোষণার সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গত ৩ নভেম্বর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। 

২৭ জানুয়ারির চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে দেশের সকল সিটি করপোরেশনের মেয়রকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।