সারা বাংলা

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে রমেকে কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইনডোর ও আউটডোরে চিকিৎসাসেবা বন্ধ রেখে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। সদ্য নিয়োগ পাওয়া নতুন অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। বহির্বিভাগসহ সব ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা। এতে হাসপাতালে শত শত রোগীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি শুরু করেন তারা। 

সকালে হাসপাতালের আউটডোরে গিয়ে দেখা যায়, টিকেট কাউন্টারের সামনে শত শত রোগীর ভিড়। চেম্বারে কোন চিকিৎসক না আসায় দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন তারা। এসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে অনেককে।

নগরীর তাজহাট এলাকা থেকে শিশু সন্তানকে নিয়ে আসা উর্মি বেগম জানান, বহির্বিভাগে দীর্ঘক্ষণ বসে আছি। অসুস্থ থাকায় শিশুকে নিয়ে সকালে এসেছি কিন্তু এখনো চিকিৎসক দেখাতে পারিনি। কখন দেখাতে পারবো তাও জানি না।

আউটডোরে টিকিট কাউন্টারে কর্মরত রাসেল বলেন, প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টা পর্যন্ত টিকিট দিতে নিষেধ করা হয়েছে। চিকিৎসকরা এখনো আসেনি। একটু পর আমরা টিকিট দেওয়া শুরু করব। এর বাহিরে ভোগান্তির বিষয়ে কথা বলতে নারাজ তিনি।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মণ্ডল বলেন, ‘বিগত সরকারের সময়ে ডা. মাহফুজ আওয়ামী লীগের দোসর হিসেবে নানাভাবে কার্যক্রম করেছে। তাকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ায় বিক্ষুব্ধ হয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। আমরা বৈষম্যবিরোধী রংপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা এই নিয়োগ বাতিলের জন্য এক সপ্তাহ ধরে আন্দোলন করছি। তারই অংশ হিসেবে আজ পূর্ব ঘোষণা অনুযায়ী দাবি আদায়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হচ্ছে। দ্রুত ড. মাহফুজকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করা না হলে আগামীকাল থেকে হাসপাতালের সমস্ত সেবা কার্যক্রমেও কমপ্লিট শাটডাউন করা হবে।’

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এর পরদিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসজুড়ে আন্দোলন শুরু হয়। আজ দুই ঘণ্টার কর্মবিরতি শেষে তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।