সারা বাংলা

পর্যটন খুলে দেওয়ার প্রথমদিনে খাগড়াছড়িতে নেই আশানুরূপ পর্যটক

দীর্ঘ একমাস পর খুলেছে খাগড়াছড়ি ও সাজেক পর্যটন কেন্দ্র। তবে, প্রথমদিনে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ২০টির মতো পিকআপ ও জিপ এবং ১৫টি অটোরিকশা-মাহেন্দ্র ও বেশ কয়েকটি মোটরসাইকেল খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে যেতে দেখা যায়। দুপুর পর্যন্ত খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝরনা, জেলা পরিষদ পার্কসহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ভিড় নেই। 

এদিকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের। ঝিমিয়ে পড়া পর্যটন কেন্দ্র বা বিনোদন কেন্দ্রগুলো ধীরে ধীরে পর্যটকমুখর হবে বলে আশা তাদের। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন নির্ভর ব্যক্তিরা জানিয়েছেন, পর্যটকদের বরণ করতে তারা প্রস্তুত রয়েছেন। 

হোটেল ব্যবসায়ীরা জানান, এতদিন পুরোদমে বন্ধ থাকলেও এখন কিছু কিছু বুকিং শুরু হয়েছে।

আগের মতোই পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহলে রয়েছেন তারা।  দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রে গিয়ে কোনো সমস্যায় পড়লে মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

খাগড়াছড়ি পর্যটন মোটেলে ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার বলেন, আমরা পর্যটকদের বরণে প্রস্তুত। পর্যটক এলে তারাও ঘুরতে পারবেন, আমরাও লাভবান হবো।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পর্যটকদের আগমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়িতে কয়েকটি সহিংস ঘটনার কারণে নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছিলো।