ছাত্র-জনতার প্রেসক্রিপশনে দেশ চলবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘জয় (সজীব ওয়াজেদ জয়) মোদিকে বলছেন নির্বাচন দেওয়ার জন্য। মোদির (ভারতের প্রধানমন্ত্রী) প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, কোনো ওয়েস্টের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না; বাংলাদেশ চলবে ছাত্র-জনতার প্রেসক্রিপশনে।’
বুধবার (৬ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তেতুঁলতলায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ প্রীতির কথা টক শোতে শোনা যাচ্ছে। সন্ত্রাসী ছাত্রলীগ ও জাতীয় পার্টির প্রতি মায়া কান্না শোনা যাচ্ছে, যা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হচ্ছে।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যের কড়া জবাব দিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘তিনি গতকাল (মঙ্গলবার) একটি কথা বলেছেন যে, বাবার আগে ছেলে হাঁটলে দেশ শেষ। অর্থাৎ উনি বুঝিয়েছেন উনাদের আগে যদি তরুণ প্রজন্ম কোনো সিদ্ধান্ত নেয়, সেটি দেশকে ধ্বংস করে দেবে। আমি মির্জা আব্বাস সাহেবকে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে উনাদের ত্যাগ সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মির্জা আব্বাস সাহেবের প্রতি সম্মান রেখে বলছি, উনাদের কটাক্ষমূলক বক্তব্য, আমাদের প্রজন্মভিত্তিক কনফিল্ট (সীমাবদ্ধতা), জেনারেশনভিত্তিক কনফিল্ট কিন্তু তৈরি করছে।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম, পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।