সারা বাংলা

ধামরাইয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ

ঢাকার ধামরাইয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৬ নভেম্বর) ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. শাহিনুর রহমান।

অভিযুক্তরা হলেন- ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকার দুলাল খান, দক্ষিণ ইকুরিয়ার আল-আমিন, আশুলিয়ার মুন্সিপাড়া এলাকার মিলন ও টাঙ্গাইলের নাগরপুরের কাজীবাড়ি এলাকার আল মামুন। ভুক্তভোগী শাহিনুর রহমান ধামরাইয়ের পথহারা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে শাহিনুরকে শ্রমিক ভিসায় কিরগিজস্তানে পাঠানোর জন্য ৪ লাখ ৩০ হাজার টাকা নেন অভিযুক্তরা। সেই সময় চুক্তি হয়, বিদেশে যাওয়ার পরে কাজ না দিতে পারলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। পরে ট্যুরিস্ট ভিসায় কিরগিজস্তান যান ভুক্তভোগী। সেখানে গিয়ে কোনো কাজ পাননি তিনি। বিষয়টি এক নম্বর অভিযুক্তকে জানালে ভুক্তভোগীকে তিনি ফিরিয়ে আনবেন বলে জানান। তবে কোনো উদ্যোগ না নেওয়ায় পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে সেখানে নিজের দৈনন্দিন খরচ মেটান শাহিনুর। এরপর পরিবারের সহায়তায় দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর চুক্তি মতো টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তালবাহানা শুরু করেন।

ভুক্তভোগী শাহিনুর রহমান বলেন, আমাকে কিরগিজস্তানে কাজের কথা বলে পাঠিয়েছে। কিন্তু ছিল ট্যুরিস্ট ভিসা। আর সেখানে কাজও দিতে পারেনি। আমি সেখানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি। এখন ক্ষতিপূরণ চাওয়ায় হয়রানির শিকার হচ্ছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত দুলাল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার সুলতান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।