সারা বাংলা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকার ধামরাইয়ে কুলসুম আক্তার (৩০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা হলেন- নিহতের শাশুড়ি সূর্য বানু (৪৫), ননদ ইয়াসমিন (১৯), শ্বশুর আয়নাল পাগলা (৫৫) ও নানি শাশুড়ি আমিনা খাতুন (৫৮)। এর মধ্যে, নানি শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কুলসুম আক্তার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার ইয়ার হোসেনের স্ত্রী। তার পাঁচ বছরের একটি ছেলে সন্তান ও চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গ্রেপ্তার আমিনা খাতুন কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় বছর আগে পারিবারিকভাবে কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার ঝগড়া লেগেই থাকত। বৃহস্পতিবার সকালে শাশুড়ি সূর্য বানুর রান্না ঘরে কুলসুমের পালিত মুরগি যাওয়াকে কেন্দ্র করে দুজনের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা গৃহবধূকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহারুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।