সারা বাংলা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার

১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার। পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুণ বিকাশ দেওয়ান, ক্যওসিংমং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসা বেগম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ পুনর্গঠন করেছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পরিষদ দায়িত্ব পালন করবে। 

একই প্রজ্ঞাপনে আগের পরিষদ বাতিল করা হয়েছে।