বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজশাহী সিটি হাসপাতালসহ আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ডেঙ্গু জ্বরে আক্রান্তরা বিনামূল্যে এ পরীক্ষা করতে পারবেন। এ জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে রাসিককে ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট দেওয়া হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ প্রজেক্টের (পিপিপি) আওতায় রাসিককে এ ডেঙ্গু টেস্টিং কিট দেওয়া হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নগর ভবনের অ্যানেক্স সভাকক্ষে কিট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টর পক্ষে সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাসিকের কাছে ডেঙ্গু টেস্টিং কিট হস্তান্তর করেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের পারসোনাল ইকুইপমেন্ট ভেস্ট, গামবুট ও হেলমেট দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু। অনুষ্ঠানে রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ফিল্ড ইপিপিআর অফিসার ডা. শাহনেওয়াজ রশিদ সাব্বির, আবু জুবাইর, শামীম মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।