সারা বাংলা

বৈদ্যুতিক মিটার চুরি করে ফোন নম্বর রেখে যেত চোর, গ্রেপ্তার ২

ঢাকার সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে ফোন নম্বর রেখে যেত চোর চক্র। তারপর বিকাশে টাকা পাঠালে ফেরত পাওয়া যেত মিটার। এমন চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার (৬ নভেম্বর) রাতে ধামরাইয়ের আইঙ্গন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের আইঙ্গন এলাকার ইউসুফ আলীর ছেলে আফজাল হোসেন (২৮) ও একই এলাকার মৃত হায়দার আলীর ছেলে জসিম (২২)।

পুলিশ জানায়, গত এক মাস ধরে আশুলিয়া বিভিন্ন এলাকায় কলকারখানা ও স মিলের মিটার চুরি করে মিটারের স্থানে মোবাইল নম্বর লিখে যেত চোর। এরপর যোগাযোগ করে বিকাশে টাকা পাঠালে মিটার ফেরত দিত তারা। এ সব অভিযোগ নিয়ে তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে বলেন, অভিযোগ পেয়ে তদন্তের পর প্রথম জসিমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে আফজালকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মিটার খোলার বিভিন্ন সরঞ্জম উদ্ধার করা হয়।