সারা বাংলা

চট্টগ্রামে অভিযান, বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এস এম কায়চারের নির্দেশনায় বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ইছামতী নিশ্চিন্তাপুর বন বিটের পশ্চিম নিশ্চিন্তাপুর খলিফাপাড়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। 

শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে। 

তিনি জানান, অবৈধ সেগুন কাঠ পাচারের উদ্দেশ্যে মজুতের খবর পেয়ে বন প্রশাসন ও সেনাবাহিনী রাতব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত টানা অভিযানে পাচারের উদ্দেশ্যে রাখা ৪৬০টি সেগুনের গোল গুঁড়ি কাঠ উদ্ধার করা হয়। যার পরিমাণ অন্তত ৪৫২.০৫ ঘনফুট। এ ছাড়া ১৫ টুকরা কড়ই গোলকাঠ উদ্ধার করা হয়। জব্দকরা কাঠ স্থানীয় ব্যবস্থাপনায় রেঞ্জ কার্যালয় হেফাজতে নেওয়া হয়। 

চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, বনজ সম্পদের অবৈধ পাচার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগীতা করায় সেনাবাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।