সারা বাংলা

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

বগুড়ায় ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি ও বার্মিজ চাকুসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। 

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাকারিয়া ইসলাম (২৪), গোকুল পলাশবাড়ি এলাকার মোমিন মণ্ডলের ছেলে মামুন ইসলাম (২৩), চালিতাবাড়ি এলাকার মন্টু প্রামানিকের ছেলে মেহেদী হাসান (২৪), গোকুল বোরহান গেট এলাকার নাহিনুর ইসলামের ছেলে মেহেদী হাসান (২০), শিবগঞ্জ উপজেলার মহাস্থান মোল্লাপাড়ার আবু সাইদের ছেলে জহির মোল্লা (১৯), মহাস্থান পাথরপাড়ার ইমদাদুল হকের ছেলে রিমন আহমেদ (১৮) এবং মহাস্থান প্রতাব বাজু এলাকার মজনু মিয়ার ছেলে রহমত স্বপ্ন (১৮)। 

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ছিনতাই বা ডাকাতির জন্যই তারা শহরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। নারুলী ফাঁড়ির চৌকস পুলিশ সদস্যরা চেকপোস্ট বসিয়ে সিএনজি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ২টি বড় চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি বেতের লাঠিসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করেছে। হাতেনাতে সাতজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।