জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে নগরের ভুবনমোহন পার্কে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাশেম সরকার।
সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ১৯৭৫ পরবর্তী সময়ে সিপাহী-জনতার আন্দোলনের মাধ্যমে জেল থেকে মুক্ত করা হয়েছিল। কারণ, দেশকে একটি সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে তাঁর খুব প্রয়োজন হয়ে পড়ে। প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, নগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি প্রমুখ।