সারা বাংলা

খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও গণভোজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে গণভোজের আয়োজন করা হয়। এতে দলটির নেতাকর্মীরা ছাড়াও ১৫ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এলাকাবাসী জানান, গণভোজ উপলক্ষে তিনটি গরু ও তিনটি খাসি জবাই করা হয়। রান্না করা হয় ৪০ মণ চালের ভাত ও ডাল। গুমানীগজ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি এই দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে। এতে মোনাজাত পরিচালনা করেন গাইবান্ধা ওলামা দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এসময় দেশ ও মানুষের কল্যাণেও দোয়া করা হয়েছে।

দোয়া ও গণভোজ আয়োজক কমিটির সদস্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সাদ্দাম রাইজিংবিডিকে বলেন, ‌‘বড় পরিসরেই দোয়ার আয়োজন করা হয়েছিল। আমরা বাড়ি-বাড়ি গিয়ে চাল ও টাকা তুলে এই গণভোজ ও দোয়ার আয়োজন করেছি। প্রায় সবাই কিছু না কিছু দিয়েছেন।’ 

জানতে চাইলে গুমাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর বলেন, ‘আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করতে প্রায় একমাস সময় লেগেছে। প্রোগ্রামটি সফল করতে সবাই সহযোগিতা করেছেন। ১৫ হাজারের বেশি মানুষ দোয়ায় অংশ নিয়েছিলেন।’

গণভোজের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুমাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগরের সভাপতিত্বে ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল করিম মনু প্রমুখ।