নানা আনুষ্ঠানিকতায় উৎযাপিত হচ্ছে উত্তরের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার (৯ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম।
পরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর লালবাগ প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে আলোচনা সভায় মিলিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। আনন্দ উল্লাসে মেতে উঠেন তারা।
৯০০ একর জমির ওপর গড়ে ওঠে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, সম্মান ও স্নাতকোত্তরে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে শিক্ষকদের মুখে উঠে আসে পাঠদানের সুষ্ঠু পরিবেশ ও নানা সমস্যা-সম্ভাবনার কথা।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান বলেন, উত্তরের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটিতে শিক্ষার্থীদের হল ও শিক্ষকদের আবাসন ব্যবস্থা অনেক অপ্রতুল। অনেক বিভাগেই পুরাতন ভবনে পাঠদান হচ্ছে। আমরা চাই আবু সাঈদ এর বৈষম্যহীন বাংলাদেশ ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শিক্ষা মন্ত্রণালয়সহ অন্তর্বর্তীকালীন সরকার কলেজটির উন্নয়ন করতে সুদৃষ্টি রাখবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম বলেন, কলেজটিতে অনেক সমস্যা রয়েছে। বৈষম্যহীন বাংলাদেশে উত্তরের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠকেও এবার এগিয়ে নেওয়া হবে। কলেজের যত সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট অধিদপ্তর কাজ করবে।
উল্লেখ্য, ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারেই কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ।