সারা বাংলা

রাজধানীর প্রবেশমুখ সাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

রাজধানী ঢাকার প্রবেশমুখ সাভারের কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার (৯ নভেম্বর) রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এ তল্লাশি করা হয়।

সরেজমিন রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহন, গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় যাত্রীদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। 

এছাড়া মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়াতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এ সব চেকপোস্টে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও অবস্থান করছেন।

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতিকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আজ রোববার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর জিরো পয়েন্টে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে সমাবেশের কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের’ আয়োজনে গণজমায়েত কর্মসূচি চলছে।

দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এ কর্মসূচি শুরু হয়। যেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেই স্থানটি শহীদ নূর হোসেন চত্বর থেকে ১০০ মিটারের মধ্যে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।