কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লা আদালতে আসামিদের হাজির করা হয়। এর আগে আদালতে হাজির করার সময় কিছু বিক্ষিপ্ত আইনজীবী সাবেক আইজিপির ওপর হামলা করেন ।
এসময় সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ ৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কুমিল্লা আদালতে আসামিদের হাজির করা হয়। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মশিউর আলম এই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এই আইনজীবী বলেন, ‘এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অসংখ্য নেতা-কর্মীকে হয়রানি করা হয়েছে। বর্তমানের মামলায় সঠিক আসামিরা মুখোমুখি হবে বলে আমরা প্রত্যাশা করি।’
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ।
তবে ৫ আগস্ট অভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এই মামলায় আজ কুমিল্লা আদালতে ওই ৩ জনকে হাজির করা হয়।