সারা বাংলা

তারা আহাম্মকের স্বর্গে বাস করছে: আযম খান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সরকার পরিবর্তন হবে এটা যারা মনে করছেন তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। ফ্যাসিস্ট হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে ট্রাম্প মারবার চেষ্টা করছেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের যেমন সম্পর্ক ছিল, ঠিক একই রকম সম্পর্ক বজায় থাকবে ডোনাল্ড ট্রাম্পের।’ 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজে মত বিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ফ্যাসিস্ট সরকার সব প্রতিষ্ঠান ভঙ্গুর করে রেখে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে মৌলিক সংস্কারগুলো শেষ করে যত দ্রুত সম্ভব নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া।’ 

তিনি বলেন, ‘গত ১৬ বছর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এ দেশের মানুষ রক্ত দিয়েছেন। বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মামলা-হামলায় জর্জরিত হয়েছে। প্রায় ৭২০ জন বিএনপির নেতাকর্মী গুম হয়েছেন। বাংলাদেশের মানুষের  আকাঙ্খা নিরপেক্ষ নির্বাচন।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকারকে বারবার বলা হয়েছে, মৌলিক সংস্কাররের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়া গ্রহণ করার জন্য। কারণ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থাকতে পারে না। তাই দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাসাইল ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান খান (লেবু), বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মিঞা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু প্রমুখ।