সাভারে মোজা ও শিশুদের পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। রাত ১টা ১০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানাটিতে শিশুদের শীতকালীন পোশাক ও মোজা বানানো হতো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।