রাসপূর্ণিমা উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মের মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন আজ বুধবার (১৩ নভেম্বর) শুরু হয়েছে। দেশমাতৃকা ও বিশ্বের সকল সন্তানের মঙ্গল কামনায় আগামী ১৫ নভেম্বর থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বঙ্ক বিহারী জিউর আখড়া প্রাঙ্গণে রাসপূর্ণিমা উৎসব হবে।
উপজেলার কাজীরদিঘি পাড় এলাকায় শত বছরেরও বেশি সময়কার মন্দিরে ১৬ প্রহর অখণ্ড হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলবে। অষ্টকালীন লীলাকীর্তন সমাপণ, মন্দির পরিক্রমা, ব্রজধূলী গ্রহণের মধ্য দিয়ে ১৯ নভেম্বর উৎসব শেষ হবে।
ভোলা, সাতক্ষীরা, খুলনা, রামগঞ্জ, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও ভারতের শিল্পী গোষ্ঠীরা অনুষ্ঠানে অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করবেন।
উৎসব ঘিরে ইতোমধ্যে মন্দির কমিটির প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
বঙ্ক বিহারী জিউর আখড়ার সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দেবনাথ বলেন, এ অনুষ্ঠানকে ঘিরে সনাতনধর্মসহ অন্যান্য ধর্মলর্ম্বীদের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়। তৈরি হয় নিজেদের পারস্পারিক সম্পর্কের মেলবন্ধন। বিশ্বশান্তি কল্পে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, অনুষ্ঠানে সর্বাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় সহযোগিতা করবে।