বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারত বাংলাদেশর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, একথা বলতে আমার কোনো দ্বিধা নেই।’
বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর কালিবাড়ি এলাকার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে যেমন ভালো কাজের সম্পর্ক রয়েছে, ঠিক সেভাবে খারাপ কাজেরও ভয়ঙ্কর সম্পর্ক রয়েছে। বাংলাদেশের যে অর্জন তা ধ্বংস করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছেন। এ বিষয়ে আমি বলবো, সবাইকে সচেতন হতে। আমরা এই মুহূর্তে আরেকটা বিপর্যয় এফোর্ড (গ্রহণ) করতে পারবো না। কারণ আমাদের মাথার ওপর সবচেয়ে বড় বিপদ এখনো আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি ভারতে অবস্থান করছেন। ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সব সময় প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই বিষয়গুলোতে আমরা সচেতন না হলে অনেক বড় বিপদ ফেইস করবো।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা কাজ খুব সফলভাবে করেছে, তা হলো আমাদের জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তি দূর করে আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। রাজনৈতিক মতামত ভিন্ন থাকবে, তবে ঐক্য থাকবে মৌলিক কিছু বিষয়ে। যেমন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশর মানুষের অধকারের বিষয়ে। এই বিষয়গুলোতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্য রাখার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এবং সফলও হয়েছি।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘উপদেষ্টা হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তার যেন বিতর্কিত না হয়। এই বিষয়ে সরকারকে লক্ষ্য রাখতে হবে। নিজেদের স্বার্থেই তাদের এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত।’
এ সময় আরো উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।