কিশোরগঞ্জের তাড়াইলের অটোরিকশা চালক আল আমিনকে (১৫) গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত শাহীন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার (১৩ নভেম্বর) ভোরে তাড়াইল উপজেলার পংপাচিহা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ র্যাব-১৪ ক্যাম্পের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই চৌধুরী।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত শাহিন মিয়া তাড়াইল উপজেলার পংপাচিহা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আইনানুগ ব্যবস্থার জন্য তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
আরো পড়ুন: কিশোরগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
র্যাব কর্মকর্তা জানান, গত ১০ নভেম্বর (রোববার) সকাল ৭ টার দিকে আল আমিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা ৬টায় বোন পিংকী আক্তার (২২) মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন। সে সময় আল-আমিন তার বোনকে জানায়, সে যাত্রী নিয়ে নান্দাইল উপজেলার সুনামগঞ্জ বাজারে আছে।
অটোরিকশা নিয়ে আল আমিন বাসায় ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে পরিবারের লোকজন লোকমুখে জানতে পারে, কিশোরগঞ্জ সদর থানাধীন পাঁচধা গ্রামে একটি গলাকাটা লাশ ধান খেতে পড়ে আছে। পরে আল-আমিনের বড় ভাই আলমগীর হোসেনসহ পরিবারের অন্যরা ঘটনাস্থলে গিয়ে আল আমিনের মরদেহ শনাক্ত করেন।
তিনি আরো জানান, আল-আমিনের পরিবারের ধারণা, গত ১০ নভেম্বর রাত সাড়ে ৭টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোনো সময় নাম না জানা আসামিরা অটোরিকশা ছিনতাই করতে আল আমিনকে গলাকেটে হত্যা করেছে।