চট্টগ্রাম নগরের বাকলিয়ার এক্সেস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১১টা থেকে রাত প্রায় ১ টা পর্যন্ত এ রোডটি রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ-সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। রাত ১১টার দিকে এক্সেস রোড এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক যুবক লড়াইয়ে অবতীর্ণ হন। তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষ আরেকপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, এলাকায় স্থানীয় বিএনপির দু’গ্রুপের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটেনি। তবে দুপক্ষ একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।