ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য জানিয়েছেন ।
পুলিশ জানায়, বুধবার ও বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ফেনী সদর উপজেলা থেকে ৪ জন, সোনাগাজী থেকে ১ জন ও দাগনভূঞা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে রুনা (৪২), জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের ছোটভাই জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এখলাছ উদ্দিন খন্দকার বাবলু (৩৩), দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেদায়েত উল্ল্যাহ সোহেল (৫২), ফাজিলপুর ইউনিয়ন সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক সুমন (২৬), কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফয়েজ আহমেদ (৬০) ও মোটবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩২) গ্রেপ্তার হন।
এ ব্যাপারে ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘গ্রেপ্তারকৃতদের সন্দেহজনকভাবে আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’