দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘গত ১৬ বছর যারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, বর্তমান সরকারে তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। একইসঙ্গে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন, তাদের বেশিরভাগই সুযোগসন্ধানী; যাদের মধ্যে অনেকে বিগত সরকারের আমলে আনন্দে ছিলেন।’
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুরের হাজিরহাটে দৈনিক খোলা কাগজের অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বেশি করে সংস্কারে মনোযোগী হওয়ায় রাষ্ট্র পরিচালনায় তাদের ভুল হচ্ছে। সরকারের উচিত, আগে রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেওয়া; পরে সংস্কার করা।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা পুরো দেশ ধ্বংস করে গেছেন। সেক্ষেত্রে অনেকগুলো সংস্কার দরকার। তবে, বর্তমান সরকারের সে সময় এবং ম্যান্ডেট কোনোটাই নেই। সংস্কার করবে আগামী সংসদ।’